বিপিএল ২০২৩ - এ ফরচুন বরিশাল স্কোয়াড
আপকামিং বিপিএল ম্যাচ উপলক্ষে গত ২৩শে নভেভম্বর প্লেয়ার ড্রাফটের মাধ্যমে বিপিএলের সকল দলের প্লেয়ারদের নাম ঘোষনা করা হয়েছে।
এবারের বিপিএলে যে সাতটি টিম খেলবে তারা হলো খুলনা মাইন্ডট্রি লি. (খুলনা), ফরচুন বরিশাল স্পোর্টস লি. (বরিশাল), টগি স্পোর্টস লি. (রংপুর), প্রগতি গ্রিন অটো রাইস মিলস লি. (ঢাকা), ফিউচার স্পোর্টস বাংলাদেশ লি. (সিলেট), কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা), ডেলটা স্পোর্টস লি.(চট্টগ্রাম)।
এই ৭ দলের মধ্যে আজ আপনাদেরকে জানাবো ফরচুন বরিশাল স্কোয়াড ২০২৩ সম্পর্কে। কোন কোন প্লেয়ার খেলছে এই টিমের হয়ে তাদের নামও জানাবো। তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেওয়া যাক।
এই ৭ দলের মধ্যে আজ আপনাদেরকে জানাবো ফরচুন বরিশাল স্কোয়াড ২০২৩ সম্পর্কে। কোন কোন প্লেয়ার খেলছে এই টিমের হয়ে তাদের নামও জানাবো। তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেওয়া যাক।
একনজরে ফরচুন বরিশাল টিম সম্পর্কে
ফরচুন গ্রুপ অব বাংলাদেশ এর মালিকানাধীন দল হলো ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল বাংলাদেশের একটি ফ্রাঞ্চাইজ ভিত্তিক দল, যেটি প্রথম যাত্রা শুরু করে ২০১২ সালে বরিশাল বুলস বা বার্নাস হিসেবে। যাকে সংক্ষেপে বিবি নামে ডাকা হতো।পরবর্তীতে যখন বরিশাল বুলসের মালিকানা বাংলাদেশের ফরচুন গ্রুপ পায়, তখন থেকে এ দলের নাম হয় ফরচুন বরিশাল। ফরচুন বরিশালের চেয়্যারম্যান গোলাম মর্তুজা। এর প্রতিষ্ঠার প্রথম বছরেই বিপিএলে রানার্স আপ হিসেবে সাফল্য পায়।
যদিও পরবর্তীতে এ দলটি বিলুপ্তির পথে হেঁটেছিল। তবে, সব চড়াই-উৎরাই পেরিয়ে এখন ফরচুন বরিশাল একটি সম্ভাবনাময় দল।
ফরচুন বরিশাল স্কোয়াড বিপিএল ২০২৩
ফরচুন বরিশাল গতবারের মতো এবারও সেরা প্লেয়ারদেরকে নিজেদের দলে ভিরিয়েছেন। অনেক দেশি-বিদেশি নামকরা প্লেয়ারদের নিয়ে নতুন উদ্যমে এবার হাজির হবে ফরচুন বরিশাল।এই টিমে রয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসান ও ক্রিস গেইলের মতো বিশ্বসেরা প্লেয়ার। ফরচুন বরিশাল দলে যেসব প্লেয়ার রয়েছে, এখন আপনাদের তাদের সম্পর্কে জানাবো।
সরাসরি চুক্তিতে অংশগ্রহণকারী প্লেয়ার
ফরচুন বরিশাল টিমে যেসব প্লেয়াররা সরাসরি চুক্তিবদ্ধ হয়েছে, তাঁরা হলো টাইগার্স টিম থেকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ক্রিস্টোফার হেনরি গেইল, রাহকিম কর্নওয়েল, ইফতেখার আহম্মেদ, করিম জান্নাত, নাভিন উল হক, কুশল পেরেরা।ড্রাফটের মাধ্যমে অংশগ্রহণকারী দেশি প্লেয়ার
টাইগার্স টিম থেকে যেসব প্লেয়ার ফরচুন বরিশালের হয়ে লড়বে, তাঁরা গত ২৩শে নভেম্বরের প্লেয়ার ড্রাফট থেকে নির্বাচিত হয়েছেন।যেমন টাইগার্স টিমের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল হাসান রাব্বি, কাজী অনিক, ফজলে মাহমুদ রাব্বি, খালেদ আহমেদ, সাইফ হাসান।
উপরের এই লড়াকু ক্রিকেটারদের নিয়েই ফরচুন বরিশাল হাজির হবে আগামী ৫ই জানুয়ারি হতে।
উত্তরঃ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম।
ফরচুন বরিশাল ২০২৩ দলের আইকন প্লেয়ার কে?
উত্তরঃ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
২০২৩ সালে অনুষ্ঠিত বিপিএলের ম্যাচ কততম আসরের?
উত্তরঃ নবম
২০২৩ সালের বিপিএল ম্যাচ কবে শুরু ও শেষ হবে?
উত্তরঃ বিপিএলের এ আসর চলবে ২০২৩ সালের ৫ই জানুয়ারি হতে ১৬ই জানুয়ারি পর্যন্ত।
ড্রাফটের মধ্যে অংশগ্রহণকারী বিদেশি প্লেয়ার
প্লেয়ার ড্রাফটের মাধ্যমে যেসব ভিনদেশি নামকরা প্লেয়ার রয়েছে ফরচুন বরিশাল টিমে,তাঁরা হলো মুহাম্মদ ওয়াসিম, উসমান কাদির, চতুরঙ্গ ডি সিলভা, রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হায়দার আলী।উপরের এই লড়াকু ক্রিকেটারদের নিয়েই ফরচুন বরিশাল হাজির হবে আগামী ৫ই জানুয়ারি হতে।
শেষকথা
বাংলাদেশের ফরচুন গ্রুপের মালিকানাধীন এই টিম অর্থাৎ ফরচুন বরিশাল নতুন উদ্যমে, নতুন রুপে বিপিএলের ম্যাচে খেলবে। সকল দলকে ছাড়িয়ে জয়ের শিরোপা নিজেদের দলে আনবে, এটাই আশাবাদী আমরা। ফরচুন বরিশাল স্কোয়াড বিপিএল ২০২৩ সহ বিপিএলের অন্যান্য টিম সম্পর্কে জানতে আমাদেরকে প্রশ্ন করুন। ধন্যবাদ।প্রশ্ন-উত্তর পর্ব - FAQ
ফরচুন বরিশাল স্কোয়াড ২০২৩ এর কোচ কে?উত্তরঃ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম।
ফরচুন বরিশাল ২০২৩ দলের আইকন প্লেয়ার কে?
উত্তরঃ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
২০২৩ সালে অনুষ্ঠিত বিপিএলের ম্যাচ কততম আসরের?
উত্তরঃ নবম
২০২৩ সালের বিপিএল ম্যাচ কবে শুরু ও শেষ হবে?
উত্তরঃ বিপিএলের এ আসর চলবে ২০২৩ সালের ৫ই জানুয়ারি হতে ১৬ই জানুয়ারি পর্যন্ত।
Comments
Post a Comment