নবম বিপিএল এ দল পেল যে ৭টি প্রতিষ্ঠান (BPL 2023)

বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লীগ এর প্রথম যাত্রা শুরু হয় ২০১২ সালের ১০ ফেব্রুয়ারিতে। এ পর্যন্ত বিপিএলের ৮টি আসর অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ ২০২৩ সালে বিপিএলের নবম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিপিএল বাংলাদেশের ক্রিকেটপ্রেমিদের কাছে এক জনপ্রিয় লীগ যদিও বাহিরের দেশে বিপিএলের খুব একটা জনপ্রিয়তা নেই। আগামী বছর বিপিএলের ধারাবাহিকতায় নবম আসরের মধ্য দিয়ে ৫ই জানুয়ারি থেকে ১৬ই ফেব্রুয়ারী পর্যন্ত খেলা অনুষ্ঠিত হবে।

বিসিবির এই ঘোষণার পরে থেকে দেশের সকল ক্রিকেট ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে- বিপিএলে কোন কোন প্রতিষ্ঠান দল পাচ্ছে? আজ আপনাদের এই সম্পর্কেই জানাবো। তো চলুন বিস্তারিত জেনে নিই-

বিপিএল ২০২৩ এ দল পেল যে ৭টি প্রতিষ্ঠান

বিপিএলে দল পাওয়ার জন্য ১১টি ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠান আবেদন করেছিলো৷ তাদের মধ্যে ৭ টি প্রতিষ্ঠানকে বিভিন্ন আলোচনা, পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে গভর্নিং কাউন্সিল নির্বাচিত করেন।

শোনা গেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে নির্বাচনে অগ্রাধিকার দেওয়া হয়েছে যেসব প্রতিষ্ঠান পূর্বে থেকেই বিপিএলেঝ সাথে যুক্ত ছিল। ২০২৩ সালের আসরের জন্য নির্বাচিত ৭ ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠানের মধ্যে ৬টি পুরোনো ও ১ টি নতুন প্রতিষ্ঠান।

উল্লেখ্য, সাকিব আল হাসানের প্রতিষ্ঠান "মোনার্ক মার্ট" কোনো দল পায়নি। যার কারণও অবশ্য জানা গেছে। কারণ হলো সাকিব আল হাসানের প্রতিষ্ঠান বিপিএলে দল পাওয়ার জন্য কোনো আবেদনই করেনি। তাছাড়া, বিসিবি ও গভর্নিং কাউন্সিল থেকে জানা গেছে- বিপিএলের সাথে জড়িত কোনো প্লেয়ারের ফ্রাঞ্চাইজি বিপিএলে দল পায় না। দল পাওয়াটা নিয়ম বহির্ভূত।

একথা গত ২৬ সেপ্টেম্বরের এক সংবাদ সম্মেলনে বলা হয়। আরও বলা হয় বিপিএলের জন্য যে ৭ প্রতিষ্ঠান মালিকানা পেয়েছে তারা যদি ১৫ দিনের মধ্যে নির্ধারিত টাকা জমা না দিতে পারেন এবং দল গড়তে না পারেন তাহলে উক্ত প্রতিষ্ঠান বাতিল করে নির্বাচনকালীন বাদ পড়া ৪ টি প্রতিষ্ঠানের মধ্যে আবার বাছাই হবে।

নবম বিপিএল এ দল পেল যে ৭টি প্রতিষ্ঠান

২০২৩ সালের বিপিএলে দল পেল যে ৭ টি প্রতিষ্ঠান তারা হলোঃ

মাইন্ডট্রি লিমিটেড (খুলনা), ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড (বরিশাল), ফিউচার স্পোর্টস বাংলাদেশ লি. (সিলেট), প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড (ঢাকা), টগি স্পোর্টস লিমিটেড (রংপুর), ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্রাম) এবং কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা)। এই ৭ টি প্রতিষ্ঠান ৩ বছরের মালিকানাভুক্ত। অর্থাৎ ২০২৩,২০২৪ ও ২০২৫ সাল পর্যন্ত এই ৭টি প্রতিষ্ঠান অংশ নিবে।

এবার, বিপিএলে দল পেল যে ৭টি প্রতিষ্ঠান তাদের সম্পর্কে বিস্তারিত জানা যাক-

১. মাইন্ডট্রি লিমিটেড (খুলনা)

গত আসরে খুলনা দলের মালিকানায় অন্যতম সফল ফ্রাঞ্চাইজি খুলনা টাইটান্স থাকলেও এ বছর খুলনার মালিকানায় আছে মাইন্ডট্রি লিমিটেড বাংলাদেশ।

আগামী ৩ বছরের জন্য বিপিএলের এ ফ্রাঞ্চাইজি মালিকানা পেয়ে গেল। আশা করা যায়, খুলনার এই দলটি দক্ষ দেশি-বিদেশি প্লেয়ারের মাধ্যমে বাংলাদেশ প্রিমিয়ার লীগে ভালো জায়গা দখল করে নিবে।

২. ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড (বরিশাল)

বরিশাল দলের পক্ষে এবারও টানা ৩ আসরের জন্য মালিকানা পেয়েছে ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড। এ দলটি অষ্টম আসরে রানার আপ হয়েছিল।

এ দলটি গতবারে ছিল সাকিব আল হাসান কে নিয়ে। তবে এবারও সাকিব আল হাসান এ দলে খেলবে কী না তা এখনো নিশ্চিত নয়। তবে আশা করা যায়, এদল এবারও নতুন নতুন চমকে, নতুন সাজে আমাদের সামনে হাজির হবে এবং ভালো খেলবে।

৩. প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড (ঢাকা)

গত বছর প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড সিলেটের মালিকানায় ছিলো। কিন্তু এবার প্রগতি গ্রিন অটো রাইস মিলস ফ্রাঞ্চাইজি ঢাকার মালিকানায় এসেছে। পূর্বে ঢাকার মালিকানায় ছিল বেক্সিমকো লিমিটেড। মালিকানা পরিবর্তন করে এবার নতুন চমক দিবে আমাদের কে ঢাকার এই দলটি। এ দলটির মালিকানার মেয়াদকাল ৩ আসর।

৪. ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড (সিলেট)

গত বছর সিলেটের মালিকানায় ফ্রাঞ্চাইজি প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড দায়িত্বে থাকলেও এবছর সিলেটের মালিকানায় আছে নতুন এক দল "ফিউচার স্পোর্টস লিমিটেড" যার পরিচালনায় দেখা যাবে বিপিএলের সফল ব্যাক্তিত্ব মাশরাফিকে।

শোনা গেছে ইতোমধ্যে এই দলটি শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরারাকে সহ আরো শ্রীলঙ্কান প্লেয়ারকে এ দলে নেওয়া হয়েছে। তাই বলায় যায়, মাশরাফির নের্তৃত্বে বিপিএল এ দলটি ভালো কিছু করবে।

৫. টগি স্পোর্টস লিমিটেড (রংপুর)

পূর্বের বিপিএলের আসরে নতুন নতুন বিদেশি প্লেয়ারদের কে দলে টেনে একের পর এক চমক দিয়েছে রংপুরের এই ফ্রাঞ্চাইজি দলটি। গত বছরও রংপুরের মালিকানায় ছিল টগি স্পোর্টস লিমিটেড। টগি স্পোর্টস লিমিটেড বসুন্ধরা গ্রুপের একটি সংগঠন। আশা করি, এবারও বিপিএল এ দলটি আমাদের নতুনত্ব উপহার দিবে। টগি স্পোর্টস লিমিটেড বিপিএলের গত আসরের প্রাণভোমরা ছিল। এ দলের মালিকানার সময়কাল ৩ আসরের।

৬. ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্রাম)

ডেল্টা স্পোর্টস লিমিটেড চট্টগ্রামের মালিকানার দায়িত্বে রয়েছে। তবে চট্টগ্রাম এলাকার হলেও এবার আর এ দলকে নেতৃত্ব দিবে না পূর্বের আক্তার গ্রুপ। এবার নতুন মালিকানায়, নতুন উদ্যমে ভালো পারফরম্যান্স করবে, সেটাই আশাবাদী। এ দলও ৩ আসরের মালিকানায় রয়েছে।

৭. কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা)

কুমিল্লা লিজেন্ডস লিমিটেড বা কুমিল্লা ভিক্টোরিয়ান্স এক অন্যন্য সাফল্যের বিপিএল দল। এ দল খুবই অল্প কয়েকবার অংশগ্রহণ করলেও জয়ের শিরোপা ৩ বার তাদের ঝুলিতে উঠেছে। গত বছর অর্থাৎ অষ্টম আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয়ী হন।

এ দলের পরিচালক নাফিজা কামাল যিনি পূর্বের ন্যায় এবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পরিচালনা করবে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স কুমিল্লার মালিকানাভুক্ত। এ দল এবারও সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাবে সেটা আশা করা যায়। এ দলেরও মালিকানা ৩ আসরের জন্য।

আশা করি,
বিপিএল দল সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে পেরেছি। বিপিএল-২০২৩ সম্পর্কিত আরো আপডেট জানতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন,প্রশ্ন করুন। ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

এনা পরিবহনের টিকিট কাউন্টার নাম্বার, ঠিকানা ও ভাড়ার তালিকা

সর্বকালের সেরা ১০ ফুটবলারের নাম [আপডেট ২০২৩]

বাংলাদেশের খেলা দেখার টিভি চ্যানেল লিস্ট ২০২৩